UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে চার্জ গঠন ২১ নভেম্বর

usharalodesk
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন পিছিয়ে আগামী ২১ নভেম্বর  ধার্য করেছে আদালত।

রবিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দিয়েছে।

আজ মির্জা ফখরুলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী হাজিরার জন্য আদালতে উপস্থিত হয়েছেন। এরইমধ্যে মামলার আসামিদের মধ্যে তিনজনের মৃত্যু হওয়ায় এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে না আসায় শুনানি পিছিয়ে দেন আদালত । তাছাড়া  কিছু আসামি পলাতক রয়েছে।

এ মামলার আসামি তানভীর, আদিল বাবু ও শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন এখনও আদালতে দাখিল হয়নি। তাই মৃত্যু প্রতিবেদন আসা সাপেক্ষে চার্জ গঠন শুনানির জন্য আদালত এ দিন ধার্য করেন বলে জানা গেছে ।

২০১৮ সালে  বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের হয়েছিল। সাথে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ আনা হয়। পরে ৫১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ।

 

(ঊষার আলো-আরএম)