UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইকার নিহত

ঊষার আলো
ডিসেম্বর ৭, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দিনাজপুরের বীরগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মাওলানা হযরত আলী (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বড়করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হযরত আলী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে বীরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, বুধবার সকালে নিজ বাসা থেকে বীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন হযরত আলী। পথে বীরগঞ্জের বড়করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তোর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

ঊষার আলো-এসএ