UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুধবারও জামিন পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান

ঊষার আলো
অক্টোবর ২০, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গ্রেফতারের ১৮দিন পরও শাহরুখ খানের পুত্রের জামিন আবেদ খারিজ করে দিল আদালত। মুম্বাই সেশন কোর্ট থেকে আজও (বুধবার) জামিন পেলেন না মাদক মামলায় গ্রেফতার আরিয়ান খান।

তার আগে ১৩ অক্টোবর ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) ও আরিয়ানের আইনজীবীর মধ্যে যুক্তি পাল্টা যুক্তি হয়। সেদিন শুনানি শেষে মুম্বাইয়ের বিশেষ আদালত ২০ অক্টোবর রায়ের দিন ধার্য করে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আরিয়ান খানের আইনজীবী এখন জামিন আবেদনের জন্য মুম্বাইয়ের হাইকোর্টে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।

আদালতে আরিয়ানের আইনজীবী বলেন, ‘আরিয়ান অনেক ভুগেছেন ও অনেক শিক্ষা পেয়েছেন। তিনি মাদকবিক্রেতা বা মাদকচক্রের সাথে জড়িত নন। ’

আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে দীর্ঘ বক্তব্যে এনসিবির প্রতিনিধি এএসজি অনিল সি সিং আদালতকে বলেন, ‘যদিও আরিয়ানের কাছ হতে কিছুই উদ্ধার করা হয়নি, কিন্তু তিনি যেহেতু মাদকবিক্রেতার (অচিত কুমার) সংস্পর্শে ছিলেন, কাজে তাকে জামিন দেওয়া ঠিক হবে না। ’

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে নিষিদ্ধ মাদকসহ আটক করা হয়েছিল শাহরুখ পুত্রসহ তার ৮ সঙ্গীকে। পরে আটকের ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর তাদের গ্রেফতার করা হয়।

(ঊষার আলো-এফএসপি)