UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বুসান চলচ্চিত্র উৎসবে মনোনীত ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’

ঊষার আলো
সেপ্টেম্বর ৬, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কিম জি সুক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) উৎসবটির আয়োজ কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ ঘোষণা এসেছে। কিম জি সুক বিভাগে দুটি পুরস্কার দেওয়া হয়, যার মূল্যমান ১০ হাজার ডলার।

‘নো ল্যান্ডস ম্যান’-এর সাথে মনোনয়ন পেয়েছে আরও ৬টি সিনেমা। এর মধ্যে রয়েছে ফিলিপাইনের বিখ্যাত পরিচালক ব্রিলান্তে মেন্ডোজার ‘জেনসান পাঞ্চ’, সিঙ্গাপুরের রয়স্টান টানের ‘২৪’, জাপানের নাওমি ওগিগামির ‘রিভারসাইড মুকোলিটা’, আজারবাইজানের ইলগার নাজাফের ‘সুগরাস সন্স’, চীনের ওয়াং কুই-এর ‘বারগেইন’ এবং ভারতের অপর্ণা সেনের ‘দ্য রেপিস্ট’।

আগামী ৬ অক্টোবর শুরু হয়ে বুসান চলচ্চিত্র উৎসবের পর্দা ১৫ অক্টোবর নামবে।

(ঊষার আলো-এফএসপি)