UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থানে বার্নার্ড আর্নলড

usharalodesk
আগস্ট ২, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করে নিলেন ৭২ বছর বয়সী বার্নার্ড আর্নলড। জানা যায়, ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান মোয়েট হেনেসি লুই ভিটনের কর্ণধার বার্নার্ড আর্নলডমোট সম্পদের পরিমাণ ১৯৩ বিলিয়ন মার্কিন ডলার।

পৃথিবী ছেড়ে মাত্র ১১ মিনিটের জন্য মহাকাশে পাড়ি দেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মহাকাশ যাত্রা নিয়ে সমালোচনার মুখে নিজের ধনীর তকমাটি হারালেন বেজস। এর জের ধরেই গত শুক্রবার একদিনে অ্যামাজনের শেয়ারের ৭ দশমিক ৬ শতাংশ দরপতন হয়। তাতে বেজোসের সম্পদ কমে যায় এক হাজার ৩০০ কোটি ডলার।

বহুদিন ধরেই এ দুই ধনকুবেরের মধ্যে নীরব প্রতিযোগিতা চলছিল। দীর্ঘদিন ধরে বেজোসই ছিলেন শীর্ষে। তার সাম্প্রতিক মহাকাশযাত্রার খরচও তাকে শীর্ষ ধনীর অবস্থান হতে সরাতে পারেনি। কিন্তু এবার বেজোসকে হটিয়েই দিলেন ফ্রান্সের এ ধনকুবের।

গত বছর করোনার প্রাদুর্ভাবের পর আর্নলডের সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি ডলার বাড়ে। গত গ্রীষ্মতে এমএইচএলভি বিক্রির লেখচিত্র ওপরেই স্থির ছিল। স্বভাবতই প্রতিষ্ঠানটির ৪৭ শতাংশ শেয়ারের মালিক আর্নলড ৪০ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন আয় করেন। এমএইচএলভির প্রতিষ্ঠানগুলো হচ্ছে লুই ভিটন, মোয়েট অ্যান্ড চ্যানডন, ক্রিশিয়ান ডিওর ও টিফফানি অ্যান্ড কো।

শেয়ারবাজারে দরপতন হলেও আমাজন তাদের দ্বিতীয় প্রান্তিকে ভালোই ব্যবসা করেছে। এসময়ে তাদের বিক্রি প্রায় ১১ হাজার ৩০০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ২৭ শতাংশ বেশি। কিন্তু এ বছরের প্রথম প্রান্তিকে আমাজনের প্রবৃদ্ধি ছিল ৪৪ শতাংশ। আমাজন বলছে, তৃতীয় প্রান্তিকে তাদের আয় হবে ১০ হাজার ৬০০ থেকে ১১ হাজার ২০০ কোটি ডলারের মধ্যে। তবে যদিও বাজার বিশ্লেষকদের আশা ছিল ১১ হাজার ৯০০ কোটি ডলার।

উল্লেখ্য, বেজস যখন মহাকাশে যান, তখন তাকে আর না ফিরতে গণস্বাক্ষর কার্যক্রম চালান হাজারো প্রতিবাদী মানুষ। তাদের অনেকে বলেন, বিশ্বে যেখানে কোটি কোটি মানুষ এখনো একবেলা খেতে পাচ্ছে না, সেখানে তার মহাকাশ ভ্রমণ চরম মাত্রার এক বিলাসিতা।

(ঊষার আলো-এফএসপি)