ঊষার আলো ডেস্ক : রমজান হাওলাদার, থাকতেন ঢাকায়। বোনের জানাযায় অংশ নিতে বরিশাল যাচ্ছিলেন। উঠেছিলেন যমুনা লাইনের একটি বাসে, আর যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ যায় মোট ১০ জনের, এই ১০ জনের একজন রমজান।
রোববার (২৯ মে) দুপুরে রমজান হাওলাদারের ভাই নাসির হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, আমাদের বোন ময়না বেগম মারা গেছেন শনিবার (২৮ মে)। তার দাফন হওয়ার কথা আজ ছিলো। এ কারণে ভাই ঢাকা থেকে আসছিলেন, কিন্তু পথে দুর্ঘটনায় তিনি মারা গেলেন। একইসঙ্গে ভাই ও বোনকে হারালাম। এমন শোক সহ্য করার মতো না।
তিনি আরও বলেন, রমজান ঢাকার সাভারের জিরাবোতে একটি গার্মেন্টেসে সিকিউরিটির দায়িত্বে ছিলেন।
উজিরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের মোট ১০ যাত্রী নিহত হন। রোববার ভোরে উজিরপুরের বামরাইল ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহারে এই দুর্ঘটনা ঘটে। আর এর কারণ ক্ষতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)