UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক হিসাব তলবে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

usharalodesk
সেপ্টেম্বর ১৯, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল ৬টি সংগঠনের ১১ জন শীর্ষস্থানীয় নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে সমাবেশ অনুষ্টিত হয়।

রবিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করেন জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় সাংবাদিক নেতারা সমাবেশে বক্তৃতা করেন ।

বক্তারা জানান, সাংবাদিকদের ভয় দেখানো ও তাদের কলমকে স্তব্ধ করতে বেছে বেছে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের এ চিঠি দেয়া হয়েছে। তবে ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না। অবিলম্বে ব্যাংক হিসাব তলবের চিঠি প্রত্যাহার করতে হবে। গত ১২ সেপ্টেম্বর ১১ সাংবাদিক নেতার তথ্য চেয়ে তফসিলি ব্যাংকগুলোতে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ওই চিঠিতে সাংবাদিক নেতাদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট নম্বর দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাদের হিসাবের যাবতীয় তথ্য আগামী ৪ কর্মদিবসের মধ্যে বিএফআইইউ বরাবর পাঠাতে বলা হয়েছে।

(ঊষার আলো-আরএম)