UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বয়কটকে চ্যালেঞ্জ, শাহরুখ ভক্তদের নতুন উদ্যোগ

pial
আগস্ট ২০, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউডে একের পর একে সিনেমা বয়কটের ডাক দেওয়া হচ্ছে, আর এই অবস্থায় নতুন উদ্যোগ নিলেন সুপারস্টার শাহরুখ খানের ভক্তরা।

সম্প্রতি আমির খানের সিনেমা ‘লাল সিং চড্ডা’ মুক্তির আগে বয়কটের ডাক দেওয়া হয়। আর আমিরের পাশে দাঁড়ানোর জন্য হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ‘বিক্রম বেদা’ বয়কটেরও হুমকি দেওয়া হচ্ছে। এ তালিকায় শাহরুখের পরবর্তী সিনেমা ‘পাঠান’ ও রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাও আছে।

শাহরুখের ‘পাঠান’ সিনেমাকে কেন্দ্র করে বয়কটের ডাক উঠলেও, ভক্তরা ঠিকই এ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। বয়কটকে চ্যালেঞ্চ ছুড়ে তারা শুরু করেছেন এক নতুন ট্রেন্ড। ‘ফার্স্ট ডে, ফার্স্ট শো’ অর্থাৎ ‘প্রথম দিন, প্রথম শো’ দেখার ডাক দিয়েছেন শাহরুখ ভক্তরা।

‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর আবারো রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ। এতে আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। চলতি বছরে ১৫ আগস্টে এটি মুক্তির কথা ছিল। তবে গত বছর মাদক কাণ্ডে ছেলে আরিয়ান জড়িয়ে পড়ায় এর শুটিং কিছুদিন বন্ধ রেখেছিলেন শাহরুখ। ২০২৩ সালের ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির কথা আছে।

(ঊষার আলো-এফএসপি)