UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বয়ষ্কদের কোরআন শিক্ষার মক্তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

pial
জানুয়ারি ৮, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : বয়ষ্ক মুসলিম নর-নারীদের শুদ্ধভাবে পবিত্র কোরআন মাজীদ শিক্ষার মক্তবের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিতে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফয়লা, রামপাল, বাগেরহাটের ঐতিহ্যবাহী সোনাতুনিয়া মাদরাসা চত্বরে অদ্য বেলা ১১টায় বটিয়াঘাটা, ফকিরহাট, মোংলা ও রামপাল এলাকার ৩২টি মক্তবের বার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করা হয়। মক্তবসমূহের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী শওকাত হোসেন (ঠাণ্ডু কাজী), হাজী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সোনাতুনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মাওলানা আব্দুল আজিজ এবং বিশিষ্ট সমাজসেবক কাজী হাসান মেহেদী।

পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সভাপতি কাজী দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব সরদার আবু তাহের, কাজী আসাফুজ্জামান বাবুল, আফসারা তাসনিয়া হিমি, হাফেজ মাওলানা মোহাম্মাদ উল্লাহ, কাজী বদরুজ্জামান বাটুল, আলহাজ্ব হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, শেখ ইব্রাহিম হোসেনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফুরফুরা শরীফের খলিফা আলহাজ্ব মাওলানা আবুল হোসেন।

(ঊষার আলো-এফএসপি)