UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশ বাবুর মা মারা গেছেন

pial
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গিয়েছেন। হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ইন্দিরা দেবী। এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, মৃত্যুর কিছু সময় আগে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

খবরটি শেয়ার করে পরিবারে পক্ষ হতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রী ঘাট্টামানেনি ইন্দিরা দেবী, সুপারস্টার কৃষ্ণার স্ত্রী এবং মহেশ বাবুর মা আজ সকালে মারা গেছেন। সকাল ৯টা থেকে তার দেহ পদ্মলয়া স্টুডিওতে সর্বসাধারণের জন্য রাখা হবে ও এরপর তার শেষকৃত্য সম্পন্ন হবে মহাপ্রস্থান-এ।’

পরিবারের সদস্য, সহকর্মী ও বন্ধুরা মহেশ বাবু এবং তার বাবা কৃষ্ণাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে গিয়েছেন। সামাজিকমাধ্যমে অনেক তারকা সমবেদনা জানিয়েছেন তাদের।

চলতি বছরেই মহেশ বাবু তার বড় ভাই রমেশ বাবুকে হারান। লিভার জনিত জটিলতায় জানুয়ারি মাসে ৫৬ বছর বয়সে প্রয়াণ হয় তার।

(ঊষার আলো-এফএসপি)