UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাধুরীর মা মারা গেছেন

ঊষার আলো
মার্চ ১২, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা মারা গেছেন। রোববার (১২ মার্চ) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত। তার বয়স হয়েছিল ৯১ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

যৌথ এক বিবৃতিতে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডা. শ্রীরাম নেনে জানিয়েছেন, আজ সকালে মুম্বাইয়ের বাসায় আমাদের প্রিয় স্নেহলতা দীক্ষিত মারা গেছেন।

টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টায় মারা গেছেন স্নেহলতা দীক্ষিত। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আজ বিকাল ৩টায় ওরলি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

গত বছর মায়ের নব্বইতম জন্মদিন উদযাপন করেন মাধুরী দীক্ষিত। পুরোনো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন। অনেকে বলে একজন মেয়ের ভালো বন্ধু তার মা। এ কথা সঠিক নয়। কারণ আপনি আমার জন্য সবকিছু করেছেন। আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, এটা আপনার কাছ থেকে সবচেয়ে বড় উপহার। আমি সবসময় আপনার সুস্বাস্থ্য ও আনন্দিত থাকুন সেটা কামনা করি।’

ঊষার আলো-এসএ