UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মা হওয়ার গুঞ্জন, সময় চাইলেন নায়িকা বুবলী

koushikkln
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দীর্ঘ অন্তরালে থাকার পর মা হওয়ার গুঞ্জন অনেকটাই সত্য হচ্ছে নায়িকা শবনম ইয়াসমিন বুবলী’র। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক মাধ্যমে দুটি ছবি প্রকাশ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। ওই ছবিতে দেখা যায় বুবলী অন্তঃসত্ত্বা। এরআগে ২০২০ সালে অন্তরালে চলে যাওয়ার সময় তোলা ওই ছবি দুটো। সে সময় তিনি নিউইয়র্কে অনেকটাই নিভৃতে সময় কাটাচ্ছিলেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয় বুবলী মা হয়েছেন। এ বিষয়ে বুবলী গণমাধ্যমের নিকট এই তথ্য নিশ্চিত করেছেন। মা হওয়া প্রসঙ্গে বুবলী সরাসরি বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। ’
বুবলী মঙ্গলবার রাতে বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। ’

তিনি আরো বলেন, ‘আর আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরো কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব। ’

মিডিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচিত, সন্তান জন্ম দেওয়ার জন্যই বুবলী নিউ ইয়র্কে যান। সংশ্লিষ্টরা বলছিলেন, শাকিব খান বুবলীকে নিভৃতে থাকার ব্যবস্থা করে দেন।
এদিন শাকিব খান ছেলে অব্রাহাম খান জয়কে নিয়ে ফেসবুকে আবেগময় পোস্ট দিয়েছেন। এর পরেই বুবলী নিজের ‘প্রেগন্যান্সি টাইম’-এর দুটি ছবি প্রকাশ করেন।