UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মীরাক্কেল সিজন-১০ এর রানার আপ বাংলাদেশি তৌফিক

ঊষার আলো
জুন ২, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ফাইনালে দ্বিতীয় রানার আপ হলেন বাংলাদেশি প্রতিযোগী মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস। আর চ্যাম্পিয়ন হন ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু ও প্রথম রানার আপ হয়েছেন সিধু হেস এবং রোশনি। তৌফিকের সাথে যৌথভাবে দ্বিতীয় রানার আপ হন পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থ সারথী বটচ্যাল।

গত রবিবার ঘোষণা করা হয় ভারতীয় রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ১০তম মৌসুমের বিজয়ীদের নাম। এ শোয়ের উপস্থাপক কলকাতার মীর আফসার আলী।

ফাইনাল পর্বটি রেকর্ডিং করা হয় গত ১২ মে। তৌফিক কিছুদিন আগেই কলকাতা থেকে দেশে ফিরেছেন। এখন তিনি কুষ্টিয়াতে রয়েছেন কোয়ারেন্টাইনে।

(ঊষার আলো-এফএসপি)