UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুম্বাইকে বিদায় জানাচ্ছে শাহরুখ খান!

ঊষার আলো
জুন ২, ২০২১ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছে ভারত। ধীর গতিতে স্বাভাবিক হতে শুরু করছে দেশটি। কয়েক রাজ্যে শিথিল করা হয়েছে করোনাবিধি। এ সুযোগ লুফে নিতে চাইছে একাধিক পরিচালক-প্রযোজক। সে তালিকায় শীর্ষে রয়েছে শাহরুখ খান।
শাহরুখ খান আপাতত ব্যস্ত রয়েছে তার পরবর্তী সিনেমা ‘পাঠান’ নিয়ে। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছিল। কিন্তু করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে এ সিনেমার কাজ। এবার দেশের বাইরে সিনেমার কিছু অংশের চিত্রায়ণ সাড়ার প্রস্তুতি নিচ্ছে নির্মাতারা।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় সূত্রে জানা যায়, ইউরোপের বিভিন্ন অঞ্চলে সিনেমাটির লোকেশন নির্ধারণ করা হয়েছে। তাই আপাতত মুম্বাইকে বিদায় জানাচ্ছে শাহরুখ খান। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবে সালমান খান। প্রয়োজন হলে তাকেও নেওয়া হবে ইউরোপে।
এদিকে শুধু সিনেমাই নয়, বিকল্প পথে বেশ কিছু টেলিভিশন শোয়ের শুটিং করার কথা ভাবছে সংশ্লিষ্টরা। মুম্বাইয়ে এই মুহূর্তে বড় রিয়েলিটি শোগুলোর কাজ করা বিপজ্জনক বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাই বিকল্প হিসেবে বিদেশের কথা ভাবছে অনেকে।
‘ইন্ডিয়ান আইডল’ এবারের আসরের চিত্রায়ণ চলছে দামানে। অন্যদিকে, ‘দ্য কপিল শর্মা শো’ এর চিত্রায়ণ বিদেশে করার কথা ভাবছে কপিল শর্মা।

(ঊষার আলো- এম.এইচ)