ঊষার আলো রিপোর্ট : রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
১৯ জুন শনিবার কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, কদমতলীর মুরাদপুর এলাকায় একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময়ে ১ জনকে সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তাদের হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
বিস্তারিত আসছে…
(ঊষার আলো- এম.এইচ)