UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃতের সংখ্যায় পরপর ৪দিন খুলনা শীর্ষে

usharalodesk
জুন ২৫, ২০২১ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পরপর চারদিন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় খুলনা বিভাগ শীর্ষে। দেশে গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টার আগে) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১০৮ জন। যা কিনা করোনা মহামারিকালে একদিনে মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। মারা যাওয়া ১০৮ জনের মধ্যে খুলনা বিভাগে মৃতের সংখ্যা সর্বোচ্চ। বিভাগটিতে এই সময়ে মারা গেছেন ২৭ জন। শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতেরর পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় অন্য বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগের ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন চারজন।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) মারা যাওয়া ৮১ জনের মধ্যে খুলনা বিভাগের ছিল ২৩ জন, তার আগের দিন (২৩ জুন) সারাদেশে মারা যাওয়া ৮৫ জনের মধ্যে খুলনায় ছিল ৩৬ জন আর ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা।
এদিকে, দেশের সর্বোচ্চ মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খুলনাতে রোগী শনাক্তের সংখ্যাও আগের ২৪ ঘণ্টার চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩২২ জন। বৃহস্পতিবার (২৪ জুন) বিভাগটিতে শনাক্ত হয়েছিলেন ৯১৭ জন।
তবে মৃতের সংখ্যায় খুলনা বেশি হলেও ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত ঢাকা বিভাগে বেশি হয়েছে। এ বিভাগে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৯৬ জন।
(ঊষার আলো-এমএনএস)