UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় রেনু শিকারে গিয়ে স্রোতে ভেসে গেল জেলে

usharalodesk
মে ১৮, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :ভোলার তজুমদ্দিনের মেঘনায় রেনু শিকার করতে গিয়ে স্রোতে ভেসে গেছে মনজু নামে এক জেলে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে কোস্টগগার্ড ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার স্লুইস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মনজু উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে।স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি মেঘনা নদীতে বাগদার রেনু শিকার করছিলেন জেলে মজনু। হঠাৎ প্রবল স্রোতের টানে ভেসে যান তিনি।

খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জেলেকে উদ্ধারে নেমেছে।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।এদিকে নিখোঁজ জেলেকে খুঁজে না পাওয়ায় তার পরিবার শঙ্কিত হয়ে পড়েছেন।

ঊষার আলো-এসএ