UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় কবি হিমেল বরকত’র ৪৪তম জন্মবার্ষিকী পালন

usharalodesk
জুলাই ২৭, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : অকাল প্রয়াত কবি গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের ৪৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) মোংলায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, রুদ্র সংসদ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিলো মঙ্গলবার সকালে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, দোয়া-মোনাজাত এবং বিকেলে ভাচুর্য়াল স্মরণানুষ্ঠান। মঙ্গলবার সকাল ৯টায় মোংলার মিঠেখালিতে কবি হিমেল বরকতের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, রুদ্র সংসদের সভাপতি সাংবাদিক সুমেল শারাফাত, গীতিকার মোল্যা আল মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রুদ্র সংসদের মোঃ নাজমুল হক, বাবর আলী শেখ, জানে আলম বাবু, আসাদুজ্জামান টিটো, লিটন গাজী, ওয়াটারকিপার্স বাংলাদেশথর মাহারুফ বিল্লাহ প্রমূখ। শ্রদ্ধাঞ্জলি শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ লিয়াকত শেখ।
মঙ্গলবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ওয়াটারকিপার্স বাংলাদেশথর আয়োজনে ভাচুর্য়াল স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুভাষ চন্দ্র বিশ্বাস। স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, পরিবেশ এবং প্রাণ-প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের নেতা অধ্যাপক আনু মুহাম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক কবি শরীফ জামিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবু দায়েন, মোংলা উপজেলা নির্বাহি অফিসার কবি কমলেশ মজুমদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লুনা নূর, হিমেল বরকতের বড় ভাই খ্যাতিমান ফটো সাংবাদিক আবীর আব্দুল্লাহ, আরেক বড় ভাই রুদ্র সংসদের সভাপতি সাংবাদিক সুমেল শারাফাত, ওয়াটারকিপার্স বাংলাদেশথর গবেষণা বিভাগের ব্যবস্থাপক ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আরাফাত জুবায়ের, কবি হিমেলথর স্কুল বন্ধু ডাঃ আনোয়ার শাহাদাত তুহিন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মনিরুল ইসলাম, শাবিপ্রবিথর সহকারি অধ্যাপক মাসুদ পারভেজ, লেখক গবেষক সৌমিত জয়দ্বীপ, কোলকাতার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপসী রায় নন্দন, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, মোংলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, কবি হিমেলথর শৈশবের বন্ধু জানে আলম বাবু।
ভার্চুয়াল স্মরণানুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। স্মরণানুষ্ঠানের শুরুতেই হিমেল বরকতের জন্মদিন উপলক্ষে শিশুরা কেক কাটে এবং সুর ও বানী সঙ্গীত একাডেমীর পরিচালক প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে শিশুরা হিমেল বরকতথর গান পরিবেশন করেন। এছাড়া হিমেল বরকতের  লেখা গান পরিবেশন করেন শিল্পী জীবনান্দ অধিকারী এবং হিমেলের কবিতা আবৃত্তি করেন কিশোর কুমার বাড়ই, রাকিবুল ইসলাম রিহাব ও তাসনিয়া তাসলিম।
(ঊষার আলো-আরএম)