UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় করোনায় একজনের ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

usharalodesk
জুলাই ১০, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মোংলায় গত ২৪ ঘন্টায় করোনায় একজনের ও করোনার উপসর্গ নিয়ে দুইজন সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। মোংলা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা.জীবিতেষ বিশ্বাস জানান,পৌরসভার ৭নং ওয়ার্ড এর বঙ্গবন্ধু সড়কের বাসিন্দা আবু তালেব (৬৫) করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই দিনই নমুনা পরীক্ষার পর তাঁর করোনা শনাক্ত হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে মারা যান তিনি।এ ছাড়া উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা মর্জিনা বেগম (৫৫) উপসর্গ নিয়ে গত বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনা পরীক্ষা করানোর আগেই গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে মারা যান তিনি।অপরদিকে, উপজেলার চিলা ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর শিকদার (৬৫) উপসর্গ নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষা করানোর আগেই মারা যান।
এছাড়া, মোংলায় আজ শনিবার করোনা পরিক্ষায়  ৩১ জনের মধ্যে ৯ জনের শরীরে  করোনা সনাক্ত হয়েছে বলেও জানান তিনি। চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেও মোংলা বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে ইপিজেডসহ মোংলার সব শিল্প কারখানা গুলো।
(ঊষার আলো-আরএম )