UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় দরিদ্র পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে উপমন্ত্রীর ত্রাণ বিতরণ

usharalodesk
আগস্ট ২৬, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মোংলা উপজেলায় দরিদ্র পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রাণ বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে তিনি এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

দরিদ্র পরিবার, মসজিদ, মন্দির ধর্মীয়-শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা হিসেবে টিআর/কাবিটার ডিও, ঢেউটিন, সেলাই মেশিন, পানির ট্যাংকি, ক্রিড়া সামগ্রী, ত্রাণ বিতরণ ও গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি বাবু শুনিল কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী সিনিয়র সচিব নয়ন কুমার রাজবংশী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, গাজি আকবর হোসেন, শেখ কবির উদ্দিন, মোল্লা তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)