UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ৩৭ টি রাজ্যের পেঁয়াজে সালমোনেলা সংক্রমণ

usharalodesk
অক্টোবর ২৩, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৩৭ টি রাজ্যে বিক্রি করা লাল, সাদা ও হলুদ পেঁয়াজে সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দিয়েছে বলে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছেন। সিডিসি বলছে, এতে ৬৫২ জন অসুস্থ হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৯ জন।

ওই পেঁয়াজগুলো মেক্সিকোর চিহুয়াহুয়া থেকে আমদানি করা হয়েছে। সেসব পেঁয়াজ সরবরাহ করেছে প্রোসোর্স ইনকরপোরেশন।

সিডিসি জানিয়েছে, ৩৭টি রাজ্যে পেঁয়াজে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিয়েছে। লেবেলবিহীন পেঁয়াজ বাসা থেকে ফেলে দিন। এসব পেঁয়াজ খাবেন না এবং তা বিক্রিও করবেন না। মেক্সিকো থেকে আমদানি করা লাল, সাদা ও হলুদ পেঁয়াজের ক্ষেত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। অন্য কোনো পেঁয়াজ বা সরবরাহকারী এই প্রাদুর্ভাবে যুক্ত কি না, সেটি যাচাইয়ের জন্য কাজ করছেন তদন্তকারীরা।

 

(ঊষার আলো-আরএম)