UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে ১২ কেজি ওজন কমিয়েছেন নিশো

ঊষার আলো
জানুয়ারি ২১, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : নাটক, টেলিফিল্ম কিংবা ওয়েব সিরিজ-সবক্ষেত্রেই একের পর এক চমক দেখানো অভিনেতা আফরান নিশো। তার কাজ মানেই ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ। তবে আজকাল আগের মতো ছোটপর্দায় পাওয়া যাচ্ছে না নিশোকে। তিনি এখন নজর দিয়েছেন ওটিটির দিকে। নাম লেখাতে যাচ্ছেন বড়পর্দায়ও।

প্রায় বছর খানেক ধরে নাটকে অনিয়মিত নিশো। গত ছয় মাস ধরে করেননি কোনো নাটকের শুটিং। এই ছয় মাসে ১২-১৩ কেজি ওজন কমিয়েছেন এই অভিনেতা। ঝরিয়ে ফেলেছেন শরীরের অতিরিক্ত মেদ।কিছুদিন আগেই এসেছে নিশোর প্রথম সিনেমার ঘোষণা। যেটির নাম ‘সুড়ঙ্গ’। নির্মাণ করছেন রায়হান রাফী।

এতে নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। প্রযোজনা করছে ওটিটি প্লাটফর্ম চরকি। আগামী মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে।তবে কী এই সিনেমার জন্যই এত ওজন কমালেন নিশো? অভিনেতা মজার ছলেই দিলেন উত্তর। বললেন, ‘শুধু সিনেমার জন্য নয়, ওজন কমিয়েছি নিজের জন্য, পরিবারের জন্য এবং সিনেমার জন্যও।’

উল্লেখ্য, সিনেমার পাশাপাশি চলতি বছর ওটিটির কাজে বেশ ব্যস্ত থাকবেন নিশো। ‘আ কমন ম্যান’ এবং আলোচিত সিরিজ কাইজার-এর দ্বিতীয় পর্ব ‘কাইজার লেভেল টু’ করবেন তিনি। যুক্ত হবেন আরও কিছু কাজের সঙ্গে।

ঊষার আলো-এসএ