ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে রংপুর জেলা প্রশাসন। শুক্রবার (১৪ মে) ঈদের জামাতের পর মহানগরীর বিভিন্ন বস্তিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তাগণ খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। রংপুর জেলা প্রশাসন ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে ২হাজার দু:স্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা প্রশাসন গৃহীত নানা কার্যক্রমের অংশ হিসেবে খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ঈদ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছরই খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয় বলে জেলা প্রশাসন সূত্র জানায়।
(ঊষার আলো-এমএনএস)