বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সানি দেওলের ‘গদর ২’-এর তুমুল সাফল্য তার ফিল্মি ক্যারিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে। লম্ফ-ঝম্ফতে সানি ওস্তাদ। গর্জনেও তাকে টেক্কা দেওয়া বেশ কঠিন। তার ওপর ঢাঁই কিলো কা হাত।—এমন বলিউডি নায়কই যে হনুমান হিসেবে পারফেক্ট, তা তো বলাই বাহুল্য। তবে খোদ হনুমান থুড়ি সানি দেওল কিন্তু একেবারেই চুপ। বরং বলিপাড়ার গুঞ্জন বলছে— রণবীরের রামায়ণ-এ তিনিই হনুমান।
জানা গেছে, ‘রামায়ণ’-এ হনুমান হওয়ার জন্য সানি নাকি হাঁকিয়েছেন মোটা টাকার পারিশ্রমিক। বজরংবলির চরিত্রে অভিনয় করার জন্য প্রযোজনা সংস্থার কাছে ৪৫ কোটি টাকা চেয়ে বসেছেন সানি দেওল। যদিও সেই বিষয়ে সরাসরি কোনোরকম মুখ খোলেননি অভিনেতা। সানি দেওলের শারীরিক গড়নের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে চরিত্রটি। উপরন্তু ‘গদর ২’ ছবির বদৌলতেও ভক্তদের মনে যে রকম ইমেজ তৈরি করেছেন তিনি, তাতে অভিনেতাকে বজরংবলি হিসেবে পাওয়া গেলে জব্বর বিষয় হবে বলে জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
ঊষার আলো-এসএ