UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রণবীরের ‘সার্কাস’-এ চমক হিসেবে হাজির দীপিকা

pial
ডিসেম্বর ৩, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কপিল দেবের জীবনীভিত্তিক ছবি ‌‘এইটিথ্রি’তে রণবীর সিংয়ের সাথে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। আর রণবীরের পরবর্তী ছবিতে ‘সার্কাস’ও দেখা যাবে তাকে। গতকাল শুক্রবার রোহিত শেঠি পরিচালিত ছবিটির ট্রেলার প্রকাশিত হয়। ট্রেলারের শেষ দিকে চমক হিসেবে হাজির হন দীপিকা। বলিউডপ্রেমীরা দীপিকাকে দেখে দারুণ পছন্দ করেছে। কেউ কেউ দীপিকার অংশটুকুকে ট্রেলারের সেরা অংশ বলেও দাবি করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকার ‘গেহরাইয়্যা’ ছবিটি মুক্তি পায়। কিন্তু ছবিটি তেমন একটা সাফল্য পায়নি। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’তে অতিথি চরিত্রে হাজির হন তিনি। এছাড়া শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকাকে।

(ঊষার আলো-এফএসপি)