UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

usharalodesk
মার্চ ৬, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৯টায় প্রথম শিফটের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের পরীক্ষা। এ আসনে এক হাজার ৮৭২টি আসনের বিপরীতে অংশগ্রহণ করছেন ৭৪ হাজার ৭৮৫ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী। সে হিসাবে আসনপ্রতি লড়ছেন ৪০ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এ বছর কোটাসহ এক হাজার ৮৭২টি আসনের বিপরীতে চার শিফটে মোট ৭৪ হাজার ৭৮৫ জন ভর্তীচ্ছু পরীক্ষা দেবেন। চার শিফটের এই ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে, শেষ হবে দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

 এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসনসংখ্যা চার হাজার ৪৩৮টি। এ আসনের বিপরীতে মোট এক লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমরা সতর্ক অবস্থানে আছি।

এখন অবধি পরিস্থিতি স্বাভাবিক। ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ যেকোনো অঘটন রোধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশ, গোয়েন্দা, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঊষার আলো-এসএ