UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩

ঊষার আলো
জুন ২২, ২০২১ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ২২ জুন মঙ্গলবার, জানা যায় মৃতদের ১০ জন পুরুষ ও ৩ জন নারী। যাদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের ১ জন। এদের মধ্যে ৬ জন মারা গেছে আইসিইউতে। মৃতদের মধ্যে ৯ জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন রয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক বলেছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ জন। এর মধ্যে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫, নাটোরের ৭, নওগাঁর ৫ ও কুষ্টিয়ার ১ জন রয়েছে। সুস্থ্ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬১ জন।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৩০৯ বেডের বিপরীতে হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছে ৩৯৩ জন। এর মধ্যে রাজশাহীর ২৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬১, নাটোরের ৩৩, নওগাঁর ৩০, পাবনার ৭, কুষ্টিয়ার ৫ এবং চুয়াডাঙ্গার ১ জন। আর আইউসিইউতে ভর্তি আছে ১৯ জন।

(ঊষার আলো- এম.এইচ)