UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড গড়ার পথে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’

ঊষার আলো ডেস্ক
জুলাই ২৯, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সদ্যই মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে সিনেমাটি। পাশাপাশি রেকর্ড গড়ার পথে এই সিনেমা।

হলিউড সিনেমা ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’।এই সিনেমায় হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি।

সিএনএন এর খবর অনুযায়ী, শুধু মুক্তির দিনেই স্থানীয় বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

তবে বিশ্লেষকেরা মনে করছেন, এ সপ্তাহের মধ্যে সিনেমাটি স্থানীয়ভাবে ২০০ মিলিয়ন ডলার আয়ের পথে রয়েছে। বলা হচ্ছে, আর-রেটেড সিনেমাগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ আয়ের সিনেমা হবে।

এর আগে ২০১৬ সালে ডেডপুল এর প্রথম সিনেমা মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই ১৩২ মিলিয়ন ডলার আয়ের রেকর্ড করে। এরপর ২০১৮ সালে ‘ডেডপুল টু’ ১২৫ মার্কিন ডলার আয় করে দ্বিতীয় স্থান অর্জন করে।

সেখানে সদ্য মুক্তি পাওয়া সিরিজের তৃতীয় কিস্তির সিনেমাটি মাত্র দু-দিন না যেতেই বিশ্বব্যাপী ১০০ মিলিয়নের ঘর ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এক সপ্তাহের মধ্যে ২০০ মিলিয়নের ঘর ছাড়িয়ে গেলে সিরিজের সব সিনেমার রেকর্ড ভেঙে যাবে।