UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোশান উপস্থিত থাকলেও আদালতে হাজির হননি শ্রাবন্তী

ঊষার আলো
জুলাই ১৪, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্ত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জির সাথে পুনরায় সংসার শুরুর জন‌্য শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেছেন রোশান। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার (১৪ জুলাই) দুজনেরই আদালতে হাজির হওয়ার কথা। কিন্তু রোশান উপস্থিত হলেও যাননি শ্রাবন্তী চ‌্যাটার্জি। রোশানের আইনজীবী শ্যামল মণ্ডল জানান, ‘বুধবার শ্রাবন্তী চ‌্যাটার্জি আদালতে হাজির হননি। আদালত তাকে উপস্থিত থাকার যে সমন পাঠিয়েছিলেন, তা গ্রহণ করেছেন তিনি। এখন লকডাউন, সে কথা মাথায় রেখে অন্য ১টি দিনে তাকে আদালতে উপস্থিত হতে বলেছি। আদালতের দেওয়া ১ম ডেটে শ্রাবন্তী উপস্থিত হননি। পরবর্তী ডেটে উপস্থিত হবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ বিষয়ে রোশানের আইনজীবী জানান, ‘সেদিনও উপস্থিত না হলে নিয়ম অনুসারে ১ তরফা শুনানি হওয়া উচিত। এর কারণ আদালতে রোশান উপস্থিত ছিলেন।

রোশান তার মামলায় জানিয়েছেন, গত ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন। কিন্তু ২৬ এপ্রিল উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। সোমবার (৭ জুন) শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সাথে তার কোনো তিক্ততা নেই। তাই তিনি আবার সংসার শুরু করতে চান।

(ঊষার আলো-আরএম)