UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

usharalodesk
সেপ্টেম্বর ৪, ২০২১ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশির প্রাণহানি হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪ এর কাছে এ ঘটনাটি হয়েছে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে শহিবর রহমান (৩৫)।

সূত্র জানায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গরু আনতে সীমান্তে যায় শহিবর রহমানসহ একটি দল। তখন ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে শহিবরের বুকে লাগে। গুরুতর অবস্থায় সঙ্গীরা তাকে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।  আজ সকালে শহিবরের বাড়ি থেকে পুলিশ তার লাশটি থানায় নিয়ে যায় ।

নিহতের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনতে পেলেও বিষয়টি বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি সদস্য মুকিব।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, নিহত ব্যক্তি কাউনিয়ারচর গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। এ ঘটনায় আইনি পক্রিয়া চলমান রয়েছে।

(ঊষার আলো-আরএম)