UsharAlo logo
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনের মধ্যেও চলবে ওএমএস কার্যক্রম

usharalodesk
এপ্রিল ১৫, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বল্প আয়ের মানুষের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে লকডাউনের মধ্যেও বিভাগীয় ও জেলা শহরগুলোতে ন্যায্য মূল্যে খোলা বাজারে চাল এবং আটা বিক্রি (ওএমএস) কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুমন মেহেদী এই তথ্য জানিয়েছেন।

সারাদেশে বিভাগীয় ও জেলা শহরগুলোতে মোট ৭১৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে ৭১৫টি বিক্রয় কেন্দ্রে (১০টি ভ্রাম্যমাণ ট্রাকসহ) ৭৩৩ মেট্রিক টন চাল এবং ৭৯৬ মেট্রিক টন আটা বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঢাকা মহানগরে ১০টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন ৩০ মেট্রিক টন চাল ও ১২৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ১২৪ মেট্রিক টন চাল এবং ৬৬ মেট্রিক টন আটা বিক্রয় হবে। তাছাড়া, শ্রমঘন জেলাগুলোতে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী) ১৫১টি বিক্রয়কেন্দ্রে দৈনিক ডিলার প্রতি ১ মেট্রিক টন চাল এবং ২ মেট্রিক টন আটা ও অন্যান্য মহানগরী এবং জেলা শহরে ৩১১টি বিক্রয়কেন্দ্রে ডিলার প্রতি প্রতিদিন ১ মেট্রিক টন চাল এবং ১ মেট্রিক টন আটা বিক্রয় হবে।

শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলো বাদে অ‌ন‌্যান‌্য দিনে ওএমএস কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঊষার আলো-এফএসপি)