UsharAlo logo
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শাকিবের সঙ্গী এবার পূর্ণিমা শ্রাবন্তী

usharalodesk
অক্টোবর ১৯, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসাপ্রাপ্তির পর ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দুবাইয়ে নানা আয়োজনের স্বপ্ন দেখছেন একাধিক পরিচালক ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্তারা। এর আগে দুবাইয়ের বুর্জ খলিফায় উদ্যোগ নেওয়া হয়েছিল সিনেমার প্রিমিয়ার শো কিংবা কিং খানের জন্মদিন পালন; পরিবেশ পরিস্থিতির কারণে কোনোটি হয়ে ওঠেনি।

 জানা গেছে, বিশাল অংকের অর্থচুক্তিতে দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন শাকিব খান। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন এ নায়ক। আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির ষষ্ঠ শাখা উদ্বোধন করা হবে। আর এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ঢালিউড কিং শাকিব খান। এ ছাড়া থাকবেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

ইতোমধ্যে ভিডিওবার্তায় নিজেদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীরা। কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের এমন আয়োজন এবারই প্রথম। একই আয়োজনে যোগ দেবেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, শ্রীলংকার বেশ কয়েকজন তারকা শিল্পী।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। দুবাইয়ের বিখ্যাত গোল্ড বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি তাদের অবস্থান ক্রেতা-দর্শনার্থীর কাছে জানান দিতে এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা।

এদিকে  আগামীকাল থেকে মুম্বাইতে ‘বরবাদ’র শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে, শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

ঊষার আলো-এসএ