ঊষার আলো ডেস্ক : ‘জওয়ান’র শুটিং শেষ করলেন শাহরুখ খান। শুক্রবার রাতে এ বিষয়ে এক টুইট করেন এ অভিনেতা। সেখানে তিনি ৩০ দিনের শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
টুইটে শাহরুখ লেখেন, ‘৩০টি দিন কী অসাধারণ কেটেছে টিমের সাথে। রজনীকান্ত আমাদের সেটে এসেছিলেন আশীর্বাদ নিয়ে, নয়নতারার সাথে সিনেমা দেখেছি, পার্টি করেছি। অনিরুদ্ধের সাথে গভীর আলোচনা করেছি। বিজয় আমাকে মজার রান্না করে খাইয়েছেন, অ্যাটলি ও প্রিয়াকে ধন্যবাদ আতিথেয়তার জন্য। আর এবার আমাকেও শিখতে হবে চিকেন সিক্সটিফাইভ।’
শাহরুখের ‘জওয়ান’র ইতোমধ্যে ভক্তদের আলোচনায়। শোনা যাচ্ছে এ অ্যাকশন থ্রিলারে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।
(ঊষার আলো-এফএসপি)