UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখের বাড়িতে গোয়েন্দা তল্লাশি

ঊষার আলো
অক্টোবর ২১, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়িতে (মান্নাত) তল্লাশি চালিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর থেকে শাহরুখের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সংস্থাটির গোয়েন্দা দল।

ভারতীয় শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানায়। তবে এই বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

আজ সকালেই জেলে ছেলে আরিয়ানের সাথে দেখা করতে আর্থার রোডের জেলে গিয়েছিলেন শাহরুখ। ছেলের সাথে ১৫ মিনিটের মতো সময় কাটান তিনি।

আর তার কয়েক ঘণ্টার মধ্যেই তার বাস ভবনে তল্লাশি শুরু করলো এনসিবি। এই ঘটনায় থমথমে পরিবেশ শুরু হয়েছে গোটা বলিউডে।

তবে শুধু শাহরুখ খানের বাড়িতেই নয়। এদিন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতেও পৌঁছায় এনসিবি। ওখানেও চলছে তল্লাাশি।

(ঊষার আলো-এফএসপি)