UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে ১৭ নভেম্বর আত্মহুতি কর্মসূচির ঘোষণা

koushikkln
নভেম্বর ৭, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাটকল রক্ষায় সম্মিলিত দাবি আদায় কমিটি রবিবার (০৭ নভেম্বর) সকালে খালিশপুর ক্রিসেন্ট জুট মিলের সামনে বিআইডিসি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দু’ নামের সমস্যা সমাধান, গেট পাশ অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ, বদলী শ্রমিকদের মজুরি কমিশনের এরিয়ার টাকা বিল ও বোনাসসহ সমুদয় টাকা পরিশোধের দাবিতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়।

কমিটির আহবায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সদস্য সচিব আলমগীর হোসেন, প্লাটিনাম মিল সাবেক সিবিএ নেতা খলিলুর রহমান, ইসমাইল হোসেন, মুজিবর রহমান, ইউনুস আলী, সিদ্দিকুর রহমান, মোশারেফ হোসেন, ছাত্র ফেডারেশনের আহবায়ক আল আমিন শেখ প্রমূখ। মানবন্ধনে তারা আতœহুতিসহ নানা কর্মসূচী ঘোষণা করে। কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্রিসেন্ট জুট মিল প্রশাসনিকভবনের সামনে অবস্থান কর্মসূচী, ১৭ নভেম্বর সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একই স্থানে অবস্থান কর্মসূচী। ওই দিন দুপুর সাড়ে ১২টার পর ক্রিসেন্ট জুট মিল প্রশাসনিক ভবনের সামনে শ্রমিকদের আতœহুতি।