UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রম আইন লঙ্ঘনে ফৌজদারি মামলায় ড. ইউনূসের জামিন

usharalodesk
অক্টোবর ১২, ২০২১ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার ২য় শ্রম আদালত এ জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ড. ইউনূসসহ ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এর আগে বেলা ১১টা ১০ মিনিটে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ড.ইউনূস।

অপর ৩ জন হলেন, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির বোর্ড পরিচালক নূর জাহান বেগম এবং মো. শাহজাহান।

জানা গেছে, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে সেখানে শ্রম আইনের কিছু লঙ্ঘন ধরা পড়ে। সেগুলো হচ্ছে, ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ীর কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি, শ্রমিকদের অংশগ্রহণের তহবিল এবং কল্যাণ তহবিল গঠন করা হয়নি, কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তাদের তা দেওয়া হয়নি।

এঘটনায় গত ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। ১২ অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত ।

 

(ঊষার আলো-আরএম)