UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংগ্রাম ও প্রতিশোধের গল্পে সাবিলা

usharalodesk
নভেম্বর ২১, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : নাটকের পরিচিত মুখ সাবিলা নুর। একসময় গড়পড়তা নাটকে অভিনয় করলেও এখন কাজ করেন খুব বেছে। ভিন্নধর্মী গল্প এবং বৈচিত্রময় চরিত্র নিয়ে হাজির হন ভক্তদের সামনে। সম্প্রতি এমনই দুইটি নাটকে অভিনয় করেছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কাজের খবর দিয়ে একটি পোস্টারও শেয়ার করেন সাবিলা।

সেখানে একজন স্বাস্থ্যকর্মীর পোশাকে দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হাজার হাজার মুমতারা জীবনের লগে যুদ্ধ কইরা দিন রাইত মানুষের সেবা করতাছে। আচ্ছা কনতো মুমতাগো কি আপনাগোর দরকার আছে নাকি নাই?’ বোঝাই যাচ্ছে, একজন স্বাস্থ্যকর্মীর জীবন সংগ্রামের গল্প এবার পর্দায় তুলে ধরবেন এ   অভিনেত্রী।

এর আগে  আরেকটি নাটকের পোস্টার শেয়ার করেছেন তিনি। নাটকের নাম ‘মৎস্যকন্যা’। এতে নববধূর বেশে দেখা গেছে তাকে। তবে নববধূর মুখে নেই হাসি কিংবা চাউনিতে নেই নতুন স্বপ্ন বুননের উচ্ছ্বাস। বরং তার সাজে রয়েছে হতাশা ছাপ। মুখের এক পাশে রক্তের ছোপ ছোপ দাগ। করুণ চোখের সাবিলা চেয়ে আছেন অকপট।

নির্মাতা সূত্রে  জানা গেছে, এক নারীর সংগ্রাম ও প্রতিশোধের গল্প ‘মৎস্যকন্যা’। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা ও নির্দেশনা দিয়েছেন অলক হাসান। তবে এ দুটি নাটকে কী গল্প বা কেমন চরিত্রে দেখা যাবে সাবিলাকে তা এখনি জানাতে অনীহা প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘এখনই কিছু বলতে পারছি না। কয়েকদিন পর জানাবো।’

ঊষার আলো-এসএ