ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। ডজনখানেক সিনেমায় অভিনয় করে দর্শকের মন কেড়েছেন ইতোমধ্যে। কাজের উপরেই থাকছেন নিয়মিত। ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে কাজের ফাঁকেই মালেশিয়া ঘুরে এসেছেন পূজা।
প্রবাসী বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি যখন বিদেশে যাই, তখন একজন বাঙালিকে দেখলেই মনে হয় আমার বাংলাদেশকে পেয়ে গেছি। মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে। এজন্যই আপনাদের টানে এখানে এসেছি।
অভিনেত্রী বলেন, আমি সবার উদ্দেশে একটা কথাই বলব, বাংলাদেশকে বেশি বেশি করে ভালবাসতে হবে। কারণ সবার আগে দেশ। প্রিয় মাতৃভূমির সঙ্গেই জড়িয়ে থাকে গভীর আবেগ-অনুভূতি। তাই ওই জায়গাটাকে ভালবাসতে হবে এবং নিজেদের মর্যাদার জায়গাটাই রেখেই সব কাজ করতে হবে।
ঊষার আলো-এসএ