UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরস্বতী পূজাকে ঘিরে ব্যস্ত রাউজানের প্রতিমা শিল্পীরা

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যার দেবী সরস্বতী পূজার দিনক্ষণ গণনা শুরু। এ উৎসবে প্রধান উপজীব্য প্রতিমা। হিন্দু ধর্মাবলম্বী ছাত্র ছাত্রীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দের এই উৎসব।উৎসবকে ঘিরে রাউজানের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা তৈরির কাজ। ফলে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।  সরস্বতীর আকৃতি দিতে ঘাম ঝরাচ্ছেন তারা। রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পী আর সহযোগীরা মিলে বানাচ্ছেন সরস্বতী প্রতিমা।
মাটি আর খড় পানি দিয়ে প্রস্তুত করা হয়েছে  প্রতিমা। এখন দেওয়া হবে রঙ।সরেজমিনে রাউজানের নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির  প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সেখানে কাজ করছেন প্রতিমা শিল্পী অনিল সহ অন্যান্যরা ।
কয়েক জন কারিগরের সাথে কথা হলে তারা প্রতিনিধি রয়েল দত্তকে বলেন ,পূজার জন্য সাধারণত তিন মাস আগে থেকে কাজ শুরু করতে হয়। আমাদের প্রতিমার কাজ প্রায় শেষ, এখন শুধু রঙ দিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পালা। উল্লেখ্য যে ১৪ ফেব্রুয়ারি বুধবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে এই পূজা।