UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাইফের প্রশ্নের কী জবাব দিলেন নরেন্দ্র মোদি

usharalodesk
ডিসেম্বর ১৫, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাপুর পরিবার সাক্ষাৎ করে কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষ্যে হাজির ছিলেন পরিবারের জামাই সাইফও।

মোদি সাক্ষাতে যে কাপুরদের প্রবীণ-নবীন প্রজন্ম বেজায় খুশি, সেসব মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে নানান কথা।

প্রয়াত শোম্যান রাজ কাপুর স্মরণে আয়োজিত বিশেষ সভা সম্পর্কে এইচটি সিটির সঙ্গে কথা বলতে গিয়ে সাইফ আলি খান বলেন, ‘তিনি সংসদের কাজ সেরে হাজির হয়েছিলেন, তাই আমি ভাবছিলাম যে তিনি হয়তো ক্লান্ত থাকবেন, কিন্তু মোদিজির মুখের উষ্ণ হাসি ছিল অটুট। এবং আমাদের সবার প্রতি মনোযোগী ও মনোমুগ্ধকর ছিলেন প্রধানমন্ত্রী।

গত মঙ্গলবার মোদিজির সঙ্গে সাক্ষাৎ সারেন অভিনেত্রী কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু সিং, আদর ও আরমান জৈনরা। সাইফ আরও বলেন, আমি খুশি যে কারিনা, কারিশমা ও রণবীরের মাধ্যমে আমিও এর অংশ হতে পেরেছি। রাজ সাহেবের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীজির সঙ্গে এ সাক্ষাৎ পরিবারের পক্ষে কতই না গর্বের।

মা শর্মিলা ঠাকুর ও বাবা প্রয়াত নবাব মনসুর আলি খান পতৌদির কথাও বলেন সাইফ আলি খান। তিনি বলেন,  উনি (মোদি) আমার বাবা-মা সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি ভেবেছিলেন— আমরা তৈমুর ও জাহাঙ্গীরকে তার সঙ্গে দেখা করতে নিয়ে আসব। তিনি তাদের জন্য একটি কাগজে স্বাক্ষর করেছিলেন, যা কারিনা তাকে করতে বলেছিলেন। আমার কাছে তাকে দেখে মনে হচ্ছিল যে, তিনি দেশ চালাতে খুব কঠোর পরিশ্রম করছেন এবং এখনো এই স্তরে সংযোগ স্থাপনের জন্য সময় নিচ্ছেন। তিনি বলেন, আমি মোদিজিকে জিজ্ঞাসা করলাম যে, আপনি কতটা বিশ্রাম পেয়েছেন। তিনি বলেছিলেন— রাতে প্রায় তিন ঘণ্টা।

সাইফ বলেন, দিনটি ছিল আমার জন্য বিশেষ একটি দিন। আমাদের দেখার জন্য এবং পরিবারকে এত সম্মান দেওয়ার জন্য তার মূল্যবান কিছু সময় বের করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।

ঊষার আলো-এসএ