UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাইফ আলির ছেলের মুখে ‘জয় শ্রীরাম’!

usharalodesk
ডিসেম্বর ২১, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: নবাব পরিবারের সন্তানের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। সম্প্রতি ইব্রাহিম আলি খানকে কয়েকজন ভিক্ষুক ঘিরে ধরে টাকা চায়। সেখানেই ঘটে এক মজার কাণ্ড। পাপারাজ্জিদের দৌলতে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।  খবর ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের।

বোন সারা আলি খান সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। তবে মন্দিরে গিয়ে বা পূজা করে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। তবে ভাই ইব্রাহিম আলি খান উৎসব-অনুষ্ঠান থেকে দূরেই থাকেন। লাইমলাইট তার পছন্দ না! এদিকে পতৌদি পরিবারের সন্তান হওয়ায় বরাবরই পাপারাজ্জিদের নজরদারি থাকে তার ওপর। সেই সুবাদেই একাধিকবার ইব্রাহিমের নানা কর্মকাণ্ড লেন্সবন্দি হয়ে ভাইরাল। সম্প্রতি সেরকমই এক ঘটনা ঘটে। কয়েকজন ভিক্ষুক তার গাড়ির পেছনে ছুটতে শুরু করেন। দেখে গাড়ি দাঁড় করান সাইফপুত্র। এর পরই টাকা চান তারা। ফিরিয়ে দেননি ইব্রাহিম। বরং চিৎকার করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে পাঁচ টাকা দেন। তার পরই সাইফপুত্রকে তারা বলেন, ‘৫ টাকায় কী হবে স্যর?’ ইব্রাহিমের উত্তর, জানি হবে না। তবে কিছু তো হওয়া উচিত। পাশ থেকেই একজন ফটোগ্রাফর বলেন, আপনার বাবা কিন্তু অনেক বড় মনের মানুষ। এরপরই ইব্রাহিম বলেন, ‘তাহলে আমার বাবাকে ফোন করে নিন।’ অভিনেতা পুত্র সৌজন্য দেখাতেও ভোলেননি। ভিক্ষারত এক নারীর সঙ্গে হাত মিলিয়ে বলেন, ‘অনেক ভালোবাসা ম্যাডাম।’ এই বলেই সেখান থেকে চলে যান ইব্রাহিম আলি খান।

‘রকি অউর রানি’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেছেন। তার বলিউড অভিষেকের কথাও শোনা যাচ্ছে। তবে লাইমলাইট থেকে দূরে থাকাই পছন্দ ইব্রাহিমের। পারিবারিক গেট টুগেদার ছাড়া সাইফপুত্রের ছবি খুব একটা দেখা যায় না। এদিকে পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেমের জল্পনা তুঙ্গে। বিটাউনের অন্দরে গুঞ্জন, সম্প্রতি নাকি আংটি পরিয়ে পলককে প্রেমপ্রস্তাব দিয়েছেন সাইফপুত্র। এবার ফের একবার চর্চার শিরোনামে সাইফপুত্র।

ঊষার আলো-এসএ