ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ ২৬ জুন শনিবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
ডা. জয়ন্ত কুমার সরকার বলেছেন, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৬৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৩১৫ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৮ জুন সাতক্ষীরা জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ দশমিক ৮৭ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বলেছেন, এখন বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এর মধ্যে ৪১ জন পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি।
তিনি বলেন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে আরও ৮৭০ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ২০৮ জন।
(ঊষার আলো- এম.এইচ)