UsharAlo logo
শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাদ্দাম মালকে লোকাল টাউট বানালেন জয় চৌধুরী

বিনোদন ডেস্ক
আগস্ট ৩, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সময়ের আলোচিত অভিনেতা সাদ্দাম মাল একজন টাউট! মানুষের সাথে ভদ্রবেশে প্রতারণা করেন তিনি। সহজ সরল মানুষদের ঠান্ডা মাথায় কথার যাদুতে করেন সর্ব সান্ত। এবার তেমনি এক চরিত্রে দেখাযাবে বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেতাকে।

তরুণ নির্মাতা জয় চৌধুরীর সাথে সাদ্দাম মাল’কে নিয়ে নির্মাণ করেছে নাটক( লোকাল টাউট)তার পরিচালনার নাটক মানেই দর্শকদের জন্য ব্যতিক্রম কোন উপহার ।

জয় চৌধুরীর প্রথম নাটক চরম বেয়াদব থেকে তিনি আলোচনায় আসেন । এরপরে চোরের বউ , পরের বউ ভালো লাগে , রক্তের বাঁধন দর্শক মহলে বেশ প্রসংশা কুরায় ।

লোকাল টাউটের বিষয় পরিচালক জয় চৌধুরীর‌ জানান, বরগুনার সাংবাদিক রুদ্র রুহানের গল্পে ” লোকাল টাউট “নাটকটি যত্ন সহকারে নির্মাণ করি।

গল্পটি সমসাময়িক সময়ের কিছু বাস্তব ঘটনার প্রেক্ষিতে নির্মিত। গল্পে দেখা যাবে সহজ সরল মানুষকে কিভাবে প্রতারণার ফাঁদে ফেলে কিছু নামধারী টাউট লোকজন। এ নাটকে সাদ্দাম মাল ছাড়াও নিজাম উদ্দিন, আরিফ , সাগর , জাফর , মিলন , রুদ্র, রিয়া , সারা সহ অনেকে অভিনয় করেছেন।

লোকাল টাউট ছাড়াও সামনে নতুন কোন নাটক আসছে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন , সাদ্দাম মাল একজন তুখোর অভিনেতা । ঝুলিতে অনেকগুলো কাজ আছে , সাদ্দাম ভাইয়ের কাজের ব্যস্ততায় সিডিউল পাওয়া যাচ্ছে না ঠিকভাবে । তাকে নিয়ে এবার ভিন্ন কিছু চিন্তা করছি , বাজেট ঠিকঠাক হলে ভিন্নধারার কিছু কাজ বানাবো। সময় হলে অবশ্যই জানতে পারবেন। (লোকাল টাউট) নাটকটি খুব শীঘ্রই বয়াতিবাড়ি ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে । আশা করি , প্রতিবারের মতো এবারও আমরা ভালো একটি কাজ পেতে যাচ্ছি ।