UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সানিয়া মির্জার বায়োপিকে তাপসী পান্নু

usharalodesk
মার্চ ৩১, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউড তারকা তাপসী পান্নুর বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক সিনেমায় এখন সুযোগ পাচ্ছেন তিনি। বেশ কয়েকটি ছবিতে কাজ করে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন এই অভিনেত্রী।

গত দুবছর দারুণ সব গল্পের চলচ্চিত্র উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন এ ডিভা।

বলিউডভিত্তিক প্রভাবশালী এক গণমাধ্যমের খবর, তাপসী পান্নু বড় ধরনের এক কাজের অফার পেয়েছেন। ভারতের টেনিস তারকা ও সেনসেশন সানিয়া মির্জার বায়োপিকে কাজ করার সুযোগ হয়েছে তার।
এই মুহূর্তে তার হাতে রয়েছে ৪টি চলচ্চিত্র—‘রশ্মি রকেট’, ‘দো বারা’, ‘হাসিন দিলরুবা’ এবং একটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র। বর্তমানে তিনি এখন ক্রিকেটার মিথিলা রাজের জীবনীভিত্তিক সিনেমা ‘সাবাশ মিতু’ নিয়ে ব্যস্ত। তার পরই তাপসী সানিয়া মির্জার বায়োপিকের কাজ করবেন।

সানিয়া মির্জার বায়োপিকের জন্য ইতোমধ্যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। বেশ কিছু দিন ধরেই এটি চলছে, রুনি স্ক্রুওয়ালা তার জীবনীস্বত্ব কিনেছেন। পরিণীতি চোপড়ার ‘সাইনা’ বায়োপিকের পর নির্মাতারা এখন সানিয়ার বায়োপিকে তরুণ অভিনেত্রী চাইছেন। তারা চান না, পরিণীতি বায়োপিকটি করুন। তারা তাপসীকে সিনেমাটির সম্পর্কে জানিয়েছেন, চিত্রনাট্যটি পছন্দ করেছেন তিনি।

(ঊষার আলো-এফএসপি)