ঊষার আলো ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এ শো-তে সালমান খানকে দেখেই অভ্যস্ত অনুরাগীরা। তবে ওয়েবে সেই অভ্যাস বদলাতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মে ‘বিগ বস’ শোয়ের সঞ্চালনা করতে দেখা মিলবে করণ জোহরকে।
ভুট প্ল্যাটফর্মের পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। তারপরই প্রশ্ন উঠেছে যে, সালমান খানকে কি আর এ রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে?
অন্যদিকে, করণ জোহরকে ‘বিগ বস’-এর আসন্ন মৌসুমের সঞ্চালক করায় অনেকেই বেশ অসন্তুষ্ট। আরও শোয়ের নতুন মৌসুমকে বয়কটের হুমকিও দেওয়া হয়েছে।
সম্প্রতি ‘বিগ বস’-এর আসন্ন মৌসুমের একটি প্রোমো প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায় সালমান খানকেই। সেখানে জানানো হয়, ৮ আগস্ট হতে ভুট প্ল্যাটফর্মে দেখা যাবে ‘বিগ বস ওটিটি’।
ধারণা করা হচ্ছে যে, শুধুমাত্র ওয়েব দুনিয়ার জন্যই করণকে সঞ্চালক হিসেবে বাছেই করা হয়েছে। তবে টেলিভিশনে ‘বিগ বস’-এর সঞ্চালনা করবেন সালমান খানই।
(ঊষার আলো-এফএসপি)