UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমান-শাহরুখ মুহূর্তেই জামিন করিয়ে দেবেন, তবু কেন আতঙ্কে রাখি?

usharalodesk
নভেম্বর ১০, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউডের খ্যাতনামাদের সঙ্গে পরিচয় থাকলেও তাদের কারও কাছ থেকে সাহায্য নিতে রাজি নন বলে জানিয়েছেন বলি আইটেম গার্ল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

২০২৩ সালে আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগ আনেন রাখি। এমনকি রাখির নগ্ন ছবি নাকি বাজারে বিক্রি করছেন আদিল, সেই দাবিও তোলেন এ মডেল। এর পর পাল্টা রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আদিল।

এ নিয়ে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাখি। ভয়ে আছেন গ্রেফতার-আতঙ্কে। কিন্তু বলিউডের খ্যাতনামাদের সঙ্গে পরিচয় থাকলেও তাদের কাছ থেকে কোনো সাহায্য নিতে রাজি নন এ আইটেম গার্ল। তাহলে কেন গ্রেফতারের ভয় পাচ্ছেন তিনি? ২০২৩ সালে আদিল খান দুরানির সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও সেই সম্পর্কের সমাপ্তি হয়েছিল তিক্ততায়। টাকা-পয়সা আর সম্পত্তি নিয়েও অশান্তি রয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়— রাখির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেন আদিল। এ নিয়েই চিন্তায় রয়েছেন রাখি সওয়ান্ত।

বর্তমানে তিনি রয়েছেন দুবাইতে। সেখান থেকেই রাখির একটি ভিডিও নেটপাড়ায় ছড়িয়েছে। ভিডিওতে রাখি জানিয়েছেন, কেন তিনি বলিউডের খ্যাতনামাদের থেকে সাহায্য নিতে চাইছেন না। রাখি বলেন, আমি কারও থেকে সাহায্য চাইছি না। এটা আমার লড়াই। সালমান খান, ফারহা খান অথবা শাহরুখ খানকে বললে তারা এক মুহূর্তে আমার জামিন করিয়ে দেবেন, কিন্তু আমি সাহায্য চাইব না।

কথা বলতে বলতে ভেঙে পড়েন রাখি। তিনি বলেন, আমি কত দিন এমন হাত পাততে থাকব। কত দিন ভিক্ষা করব, ভিখারি হয়ে গেছি আমি। তবে ভারতের আইনের ওপর আমার ভরসা রয়েছে বলে জানান এ আইটেম গার্ল।

ঊষার আলো-এসএ