UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন ফারুকী

pial
মে ৩১, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে এবার এ নির্মাতা সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন। উৎসবের মোট ১২টি শাখার সিনেমার মূল্যায়ন করবেন তিনি।

ফারুকীর সাথে বিচারক হিসেবে আরও থাকছেন প্রশংসিত অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া); বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) ও কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট এবং টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘স্ক্রিন হাব’কে উৎসবের পরিচালক নাশেন মুডলি বলেন, ২০২২ সালের এই আয়োজনে জুরিদের পাঁচ জন পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলী। ১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় হয়ে আসছে সিডনি চলচ্চিত্র উৎসব, আর এবার ১২ শাখায় পুরস্কার দেওয়া হবে।

এ উৎসব চলবে আগামী ৮ থেকে ১৯ জুন পর্যন্ত।

(ঊষার আলো-এফএসপি)