UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত নই: কেয়া পায়েল

ঊষার আলো
জুলাই ৭, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান প্রজন্মের নাট্যাভিনেত্রীদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। গত ঈদে তার অভিনীত একাধিক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে।

অনেকেই জানতে চেয়েছেন, সমসাময়িক অনেককেই সিনেমায় দেখা গেলেও, তিনি বড় পর্দায় নেই কেন? বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কেয়া পায়েল বলেন, ‘আমি সিনেমায় অভিনয়ের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নই। আগে একটি সিনেমায় কাজ করেছিলাম। পরে ভাবলাম, সিনেমা বা বড় পর্দায় অভিনয় করার জন্য নিজেকে যথাযথভাবে আমার প্রস্তুত করেই আসতে হবে। হয়তো কোনো এক সময় নিয়মিত হব। কিন্তু তার আগে নাটকেই সময় দিতে চাই।’

এ অভিনেত্রীকে জয়নাল আবেদীন পরিচালিত ‘ইন্দুবালা’ নামে একটি সিনেমায় দেখা গিয়েছিল।
এদিকে গেল ঈদের নাটকের সাফল্য প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘চেষ্টা করি সব সময় ভালো গল্পের নাটকে অভিনয় করতে। পরিচালকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তারা আমাকে আমারই মনের মতো গল্পের নাটকে কাজ করার সুযোগ করে দেন।

নাটকে যারা সহশিল্পী হিসাবে থাকেন তারাও আমার প্রতি ভীষণ সহযোগিতা পরায়ণ। তাই তাদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশ্যই দর্শকের প্রতিও কৃতজ্ঞতা রইল। কারণ তাদের কারণেই কষ্ট করা, ভালো গল্পে কাজ করা। দর্শকের ভালোবাসায় প্রতিনিয়তই ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হই।’

ঊষার আলো-এসএ