UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা দেশে এসেছে

usharalodesk
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ করোনা টিকার চালান দেশে এসেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এই টিকার চালান গ্রহণ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদসহ অন্যান্য কর্মকর্তারা।

সেটি সংরক্ষণের জন্য টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশকে ২ দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে ৫ লাখ ডোজ ও ২য় দফায় দিয়েছে ৬ লাখ ডোজ।

৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে পৌছায়। ১৭ জুলাই ২য় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে এবং ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।

(ঊষার আলো-আরএম)