UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

 সিরিয়ায় যুদ্ধ-সংঘাতে সাড়ে তিন লাখের মৃত্যু

usharalodesk
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সিরিয়ায় গত ১০ বছরের যুদ্ধ-সংঘাতে অন্তত ৩ লাখ ৫০ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

নিহত বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এ তালিকা প্রকাশ করেন। কঠোর পদ্ধতির ওপর ভিত্তি করে নিহতদের পুরো নাম, তারিখ ও মৃত্যুর স্থান উল্লেখ করা হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিচেল ব্যাচলেট জানান, ২০১১ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চের মধ্যে সিরিয়ায় যুদ্ধ-সংঘাতে নিহত ৩ লাখ ৫০ হাজার ২০৯ জনের তালিকা তৈরি করেছি। নিহত প্রতি ১৩ জনের মধ্যে ১ জন নারী অথবা শিশু রয়েছে।

(ঊষার আলো-আরএম)